বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

হালদা নদীতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র খ্যাত হালদা নদী থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও মাছ ধরার আটটি বড়শি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নদীর ছাত্তারঘাট হতে মোহনা পর্যন্ত অংশে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা। অভিযানের বিষয়ে তিনি বলেন, হালদা নদীর জীববৈচিত্র রক্ষা ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এবং হালদায় অবৈধভাবে মাছ শিকাররোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম ও নৌ-পুলিশের এএসআই রমজান আলী।