শিরোনাম
রাঙ্গামাটি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার রাঙ্গামাটি প্রেসক্লাবের দ্বি-বাষর্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাঙ্গামাটি প্রেসক্লাবের নির্বাচনী তফশীল মোতাবেক ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বুধবার অনুষ্ঠিত দ্বি-বাষর্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াস নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাখাাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অলি আহমেদ, যুগ্ম সম্পাদক রাঙ্গামাটি বাসস প্রতিনিধি মনসুর আহম্মেদ, কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি শংকর হোড়, পাঠাগার ও প্রচার সম্পাদক জিটিভি প্রতিনিধি, দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক মিল্টন বাহাদুর ও দপ্তর সম্পাদক পদে বাংলা নিউজ প্রতিনিধি মঈন উদ্দিন বাপ্পি নির্বাচিত হয়েছেন।
নিবার্হী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রথম আলো ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা, বিটিভি’র জাহেদা বেগম, ৭১ টিভির উচিংছা রাখাইন ও শাহ আলম।
ভোট গণনা শেষে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আখতার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য ছিলেন রাঙ্গামাটি পাবলিক কলেজের প্রভাষক মৃদুল কান্তি ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম।
নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর রাঙ্গামাটি প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।