শিরোনাম
লালমনিরহাট, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ দুপুরে জেলা শহরের শ্রী শ্রী গৌরীসংঙ্কর গোশালা সোসাইটি দুর্গা মন্দিরে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানায় র্যাব-১৩।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি হাসান বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে। তিনি বলেন, “অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার মূল বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরো জানান, এ বছর লালমনিরহাট জেলায় ৪৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
এতে জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম সমন্বয়কারী হীরালাল রায়সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরাও এতে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের এই মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে র্যাব।