শিরোনাম
নেত্রকোণা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (নেত্রকোণা) : জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০২ বোতল ভারতীয় মদসহ আবুল বাশার (৩৮) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনকারী নম্বরবিহীন ব্যাটারি চালিত অটো রিকশাটি।
আটক মাদক কারবারি আবুল বাশার শিমুলকান্দি এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সদরের রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসকল মদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মদের পরিমাপ ৫৫ লিটার ৫০০ মি. লি.। যার বাজার মূল্য চার লাখ টাকা।
আবুল বাশারের বিরুদ্ধে মাদক আইনে নেত্রকোণা মডেল থানায় পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে মামলার পর তাকে আদালতে পাঠানো হবে বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।