শিরোনাম
খাগড়াছড়ি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী আব্দুল্লাহপুর-নানুপুরে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার রাতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তাদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আটক ব্যক্তি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল হালিম ইমন (৩৮)।
অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তুলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, এ্যামোনিশন ক্লিপ-১টি, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
আটককৃতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের সেনা কর্মকর্তারা জানিয়েছে, শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।