বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১

দিনাজপুরে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে মেলা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বুধবার ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

দিনাজপুর, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বুধবার বিকেল থেকে রাত ১২ টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আশা বালিকা বিদ্যালয়ের হল রুমে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় উপজেলার ৭টি বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে। মেলার সমাপনীতে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপক মো. খায়রুল বাসার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। 
তিনি বলেন, বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা বিকাশে নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিজ্ঞানের এই যুগ রোবোটিক্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ উন্নতশির যুগে ধাবিত হচ্ছে। বিশ্বকে নেতৃত্ব দিতে হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবশ্যই জ্ঞানবিজ্ঞানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মান-সম্পন্ন বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যেতে হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম, শিক্ষাবিদ মো. মনজুরুল কবির প্রমুখ। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত সৃজনশীল বিষয়গুলো প্রদর্শন করা হয়।