শিরোনাম
টাঙ্গাইল, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার ভূঞাপুর উপজেলায় আজ বিএসটিআই অনুমোদন না থাকা, ওজনে কম দেয়া ও মূল্যতালিকায় অসঙ্গতি সহ নানা অনিয়মের দায়ে ১০টি মিষ্টির দোকানকে মোট একলাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার ভূঞাপুর বাজারে মিষ্টির দোকান গুলোতে এ অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাজিব হোসেন জানান, বিএসটিআই অনুমোদন না থাকা, ওজনে কম দেয়া ও মূল্য তালিকায় অসঙ্গতি-সহ বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে অভিযানকালে ১০ টি মিষ্টির দোকানের মালিককে মোট একলাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।