শিরোনাম
শরীয়তপুর, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে আজ বুধবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী শরীয়তপুর পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) আ ন ম নাজীম উদ্দিন।
শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হোসেন, ডা. সুমন কুমার পোদ্দার, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
এ কর্মশালায় স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন ।
কর্মশালায় সুধীজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, হোটেল- রেস্তোরা ও বেকারীর মালিক সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।