বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

লালমনিরহাটে অজুুখানার নির্মাণসামগ্রী বিতরণ

আজ লালমনিরহাটে অজুুখানার নির্মাণসামগ্রী বিতরণ। ছবি : বাসস

লালমনিরহাট, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাটের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াব এর উদ্যোগে ৪০টি মসজিদ ও মাদ্রাসায় অজুখানা নির্মাণের সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সুপেয় পানির জন্য নলক’প বিতরণ করা হয়। 

আজ বুধবার বিকেলে উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজ মাঠে মসজিদ ও মাদ্রাসা কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে ৪০টি নলক’প ও অজুখানা নির্মাণের সব সামগ্রী হস্তান্তর করা হয়।

ছওয়াবের প্রজেক্ট অফিসার শাহাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী ও কালীগঞ্জ উন্নয়ন ফরামের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মো. রাফি উদ্দিন, তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান ও সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ছওয়াব এর এই মহৎ উদ্যোগকেকে স্বাগত জানান। তিনি বলেন, এর মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষও ইবাদত করার সুযোগ পাচ্ছে।