শিরোনাম
রাঙ্গামাটি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কর্মচারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় একাডেমিক ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির ডিস্ট্রিক একাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার গিয়াসউদ্দীন চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে পাবলিক প্রকিউরমেন্ট রুলস, আর্থিক বিধিবিধান বিষয়ে জ্ঞান অর্জন ও তা কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানান।