বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলার কোটালীপাড়া থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় থানার মিলনায়তনে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইমদাদুল হক, উপজেলা জামায়াত ইসলামের আমীর সোলায়মান গাজী, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বিন সুলতান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর কার্তিক লাল বিশ্বাস, সাধারণ সম্পাদক লীলা দামসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, 'দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কোটালীপাড়া থানা পুলিশ সতর্ক রয়েছে।পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতার আহ্বান জানানো হয়।