শিরোনাম
নওগাঁ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নওগাঁ সদর উপজেলার কির্ত্তিপুরে বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সদর থানা বিএনপির সহ-সভাপতি খন্দকার আখলাকুর রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, পৌর মহিলা দলের সভাপতি আমেনা বেগম, কির্ত্তিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর কবির বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান ও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহানুর রহমান।
এছাড়া জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জাকারিয়া আলম রেমিও, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ও সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন বাদশা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।