বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

দুর্গাপূজা উপলক্ষ্যে আড়াইহাজারে বিএনপির উপহার বিতরণ

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির পক্ষ থেকে উপহার প্রদান। ছবি: বাসস

নারায়নগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার আড়াইহাজার উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মঙ্গলবার উপজেলার ৩৬টি পূজা মন্ডবে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। 

এ সময় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।