বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৪

ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি

ছবি : বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সসয় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ও মো. শাহিনুর রহমান।

এ ছাড়াও, উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মঈনুল করীম। 

অনুষ্ঠানে মূকাভিনয় প্রদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশনের সাবেক সভাপতি আবু সাদাত মো. সায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাহিদ রিয়াদ। আবৃত্তি পরিবেশনায় ছিলেন আল আমিন, কবি বুরহান মাহমুদ, হেনা পারভীন, রিনা পারভীন ও সালমান খাঁন।

অনুষ্ঠানে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, বিগত ১৭ বছর আমাদের উপর বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেয়া হয়েছিল আর এই দেশীয় সংস্কৃতিকে মার্জিনালাইজ ও অপর করা হয়েছে। আমরা কালচারাল ফ্যাসিবাদের মূলোৎপাটন করে বাংলাদেশি সংস্কৃতির বিকাশে সকল অংশীজনকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।