বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯

বাগেরহাটে সারের বস্তায় হুক মারায় ডিলারকে জরিমানা 


‎বাগেরহাট, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার কচুয়া উপজেলায় আজ ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে ‎‘মেসার্স রুমি এন্টারপ্রাইজ’ নামের সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।

সহকারী পরিচালক শরিফা সুলতানা জানান, ইউরিয়া সারের বস্তায় হুক মারলে ভেতরের সার অপচয় হয় এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ। ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে ‎‘মেসার্স রুমি এন্টারপ্রাইজ’ নামের সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।