শিরোনাম
দিনাজপুর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সদর উপজেলার চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে নারীদের স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্যোগে সেমিনারে সভাপতিত্ব করেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিআরসি দিনাজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ জামিরুল ইসলাম জুয়েল।
ক্যান্সার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিসিআরসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মো. শফিকুর রহমান তরুণ, বিসিআরসি জেলা শাখার সভাপতি ডাঃ মো. হাফিজুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ শারমীন আক্তার সুমী, ব্রেইন ফাউন্ডেশনের সভাপতি ও হাসপাতালের নিউরো সার্জন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, ক্যান্সার বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মো. মহিবুর রহমান নিরব, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান সমিরন কুণ্ডু প্রমুখ।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, আমাদের দেশে নারীরা স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। নারীর মৃত্যুর অন্যতম কারণ হলো স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সার। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি বছর ১৭ হজার ৬৮৬ জন নারী জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে ১০ হাজার ৩৬২ জন মারা যায়। এছাড়া ৫ কোটির বেশি নারী জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। এর জন্য সরকার কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা কার্যক্রম শুরু করেছে। প্রত্যেক নারীকে এই ক্যান্সার প্রতিরোধক টিকা নিজ উদ্যোগে গ্রহণের আহ্বান জানানো হয়।