বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ২ সদস্য গ্রেফতার। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বন্দর নগরী চট্রগ্রামের বন্দর থানার বড়পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপি পুলিশ।

বৃহস্পতিবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্ব রাজ দেব (৩১) ও মো. নুর আলম (৩০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বন্দর থানার বড়পুল মোড়ের দক্ষিণ পাশে পোর্ট কানেক্টিং রোডে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে।

এ সময় তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে জড়ো হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ব রাজ দেব ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।