বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

সীমানা পুনঃনির্ধারণ বিরোধ : আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনঃনির্ধারণ নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আদালত থেকে রায় না আসা পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আমার খবর নিয়েছি যে, আজ পর্যন্ত সীমানা নিয়ে ১৪টি রিট আবেদন দায়ের করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকার সীমানা নিয়ে এ আবেদনগুলো করা হয়েছে। যেহেতু বিষয়টি এখন আদালতের এখতিয়ারাধীন, তাই আমার মনে হয় এটি সাবজুডিস (বিচারাধীন)। আমরা আদালতের প্রতি আস্থাশীল, তাই সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই হবে সঠিক পদক্ষেপ।”

সীমানা বিরোধ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যেকোনো ধরনের ভাঙচুর বা সহিংসতা অনাকাঙ্ক্ষিত। যেহেতু বিষয়টি এখন আদালতে বিচারাধীন, তাই আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় দেবেন, তা আমাদের জন্য বাধ্যতামূলক হবে। সুতরাং সবারই উচিত আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অপেক্ষা করা।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনঃনির্ধারণের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় দেশের ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, যা প্রভাব ফেলেছে মোট ৪৬টি আসনে। উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে—বাগেরহাটে আসন সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩টি করা হয়েছে এবং গাজীপুরে আসন সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৬টি করা হয়েছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, এই পরিবর্তনগুলো স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে করা হয়েছে। তবে যেহেতু বিষয়টি নিয়ে আদালতে রিট চলমান, তাই কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।