বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭

খুলনায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বাসস

খুলনা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সৌরভ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ ও রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারকে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর ও অগোছালো পরিবেশে মিষ্টি তৈরি করা হয়, যা ক্রেতাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া সৌরভ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজেও কিছু স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিহ্ন পাওয়া গেছে।

চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, ডুমুরিয়া থানার মাগুরা ঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইব্রাহিম হোসেন অভিযানের সময় উপস্থিত ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, এই ধরনের লঙ্ঘন ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। মালিকদের সতর্ক করা হয়েছে এবং পুনরায় লঙ্ঘন করে হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।