বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

পটিয়ায় বাসচাপায় ১ নারীর মৃত্যু

চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মিনিবাসের চাপায় জাহেদা বেগম (৪৫) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভেল্লাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহেদা বেগম উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ২ নম্বর ওয়ার্ডের আল ইমরানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে চট্টগ্রামগামী একটি মিনিবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেল্লাপাড়া রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় পথচারী জাহেদা বেগম বাসচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. জসীম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।