বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

নির্বাচন সামগ্রীর ৭০ শতাংশ কেনাকাটা সম্পন্ন : ইসি সচিব

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন সামগ্রীর কেনাকাটার ৭০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই অবশিষ্ট প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ নানা গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে কমিশনের গুদামে এসে পৌঁছেছে।

তিনি বলেন, ‘প্রায় ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরে অবশিষ্ট কেনাকাটাও শেষ হবে। চাহিদা অনুযায়ী সব সামগ্রী সময়মতো পৌঁছে যাবে।’

সচিব জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে দুটি গুরুত্বপূর্ণ আইটেম সরবরাহ করা হবে-স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। ইউএনডিপি’র পক্ষ থেকে ১৫ অক্টোবরের মধ্যে এসব সরঞ্জাম হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ মাসেই এর একটি অংশ চলে আসবে, অবশিষ্টাংশ আগামী মাসে পৌঁছাবে। এতে ভোটের দিনে ভোটারদের আঙুলে অমোচনীয় কালির ব্যবহার নিশ্চিত করা যাবে।

তিনি জানান, আটটি সরঞ্জাম স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হচ্ছে। এগুলো হলো: গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ এবং গানি ব্যাগ। এসব সরঞ্জামের ৭০ শতাংশ ইতোমধ্যে এসে গেছে, আর সেপ্টেম্বরে বাকিগুলো পৌঁছাবে।

তিনি আশ্বস্ত করে বলেন, ‘নির্বাচন সামগ্রী নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা যে সময়সীমা নির্ধারণ করেছিলাম, সেই সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে পারব। নির্বাচনের আগে মাঠ পর্যায়ে সব নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।’

ইসির ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে নির্বাচন সামগ্রীর বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এর মধ্যে থাকবে-ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, কালিসহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব উপকরণ।

ইসি সচিব বলেন, সময়মতো সামগ্রী পৌঁছানো গেলে নির্বাচন পরিচালনায় কোনো ধরনের বাধা তৈরি হবে না। এতে নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।