বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩০
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৫

শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারের নিয়ন্ত্রণ নিয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

কোলাজ : বাসস

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) আজ রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে।

ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারগুলো খোলা হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করার প্রেক্ষিতে এনবিআর এ পদক্ষেপ নিয়েছে । গণ-অভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে গেছেন।

গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করেছে এনবিআর। এর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে কর কর্তৃপক্ষ শেখ হাসিনার ব্যাংক হিসাবগুলোও জব্দ করেছে।

এর আগে সিআইসি রাজধানীর মতিঝিলে পুবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার একটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে।