বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯

বরিশালের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বরিশাল, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বরিশাল জেলা এবং হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার নদী ভাঙ্গনরোধে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘বরিশাল জেলার উন্নয়নে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার নদী ভাঙ্গনরোধে একটি প্রকল্পে প্রায় ৮’শ ৫০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’

জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডের সাথে মতবিনিময় সভায় তিনি আজ শনিবার এ কথা বলেন।

নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সাখাওয়াত হোসেন বলেন, ‘বরিশালের উন্নয়নে আমার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো চলমান রয়েছে। 

এছাড়াও অন্য মন্ত্রণালয়ে প্রস্তাবিত, বাস্তবায়নাধীন ও চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার জন্য আমি ব্যক্তিগত ভাবে কাজ করে যাচ্ছি। যাতে অতি-দ্রুততম সময়ের মধ্যে সেগুলো শেষ করে হস্তান্তর করা যায়।’

এর আগে উপদেষ্টা বরিশাল নগরীর নাজিরের পুল এলাকায় জেল খাল, পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সংস্কার কার্যক্রম, বিআইডব্লিউটিসির স্টিমার ঘাটের স্থান পরিদর্শন করেন।  

এ সময় বাংলাদেশ বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার (অতি:সচিব) রায়হান কায়ছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।