শিরোনাম
চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই চার লেন বিশিষ্ট ৯.৫ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ নির্মাণ কাজের ৮৫ শতাংশ শেষ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাস বাসসকে বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম তীরে ২ হাজার ২৭৫ কোটি টাকা ব্যয়ে বাঁধ কাম মেরিন ড্রাইভের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি আরও বলেন,সম্প্রতি কালুরঘাট শিল্প এলাকা থেকে রেলওয়ে সেতু পর্যন্ত ১.৫ কিলোমিটার জমি অধিগ্রহণসহ মোট ৮ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সিডিএ জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়েছে।
আগামী ডিসেম্বরের মধ্যে চাক্তাইয়ের কল্পলোক থেকে বলিরহাট পর্যন্ত ৪ কিলোমিটার পায়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া বাকলিয়ায় নদীর তীরে ৫ কিলোমিটার দীর্ঘ একটি পর্যটন জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সিডিএ’র। যার মধ্যে শাহ আমানত ব্রিজ থেকে বলিরহাট পর্যন্ত ওয়াকওয়ে এবং শিশুদের বিনোদন সুবিধাসহ একটি রেস্তোরাঁ থাকবে।
চার লেন বিশিষ্ট ও ৮০ ফুট প্রশস্ত এ সড়কটি ১৯৯৫ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান অনুযায়ী জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর দিক নির্দেশনা অনুসরণ করে নির্মাণ করা হচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা হবে ২৪.৫ ফুট।
বর্ষার পানি অপসারণের জন্য খালের মুখে ১২টি জোয়ার-ভাটা নিয়ন্ত্রণ রেগুলেটর এবং পাম্প হাউস স্থাপন করা হচ্ছে, যার মধ্যে ১০টি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
২০১৯ সালের জুন মাসে চাক্তাই খালের মোহনায় একটি স্লুইস গেট উদ্বোধনের মাধ্যমে এ নির্মাণকাজ শুরু হয়। সরকার এক বছর মেয়াদ বৃদ্ধি করে ২০২৬ সালের জুন নির্ধারণ করে।
প্রকল্পটি ২০১৭ সালের ২৫ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়।