বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৩

অক্টোবরেই বিসিবি’র নির্বাচনের ঘোষণা দিবেন নির্বাচন কমিশন : নাজমুল আবেদীন ফাহিম

সিলেট, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা দুইটায় সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত এই সভায় বিসিবি’র নির্বাচন নিয়ে রোডম্যাপ ঠিক করা হয়েছে।

সভা শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন বোর্ডের সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।

মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি’র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই কমিশন গঠনের দায়িত্ব থাকছে বোর্ড সভাপতির হাতে। তিন সদস্যের কমিশন দুই-তিন দিনের মধ্যেই গঠিত হবে। কমিশন বসার পরই আনুষ্ঠানিকভাবে নির্ধারণ হবে ভোটের দিন তারিখ।’

সভায় নির্বাচন ছাড়াও ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে আছে বিসিবি’তে আইসিসি’র সাবেক খ্যাতনামা আম্পায়ার সাইমন টোফেলকে নিয়ে আসা। তাকে বিসিবির আম্পায়ারিং ও ম্যাচ অফিসিয়াল বিভাগ উন্নয়নের জন্য আনার সিদ্ধান্ত হয়েছে। দুই বছরের চুক্তিতে তিনি থাকবেন মাঠের ম্যাচ রেফারি, আম্পায়ার ও অফিসিয়ালদের ট্রেনিং, গ্রেডিং এবং টেকনিক্যাল কোর্স চালুর দায়িত্বে।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এই সময়ে আমরা অনেক কিছু শিখব। পরে নিজেরাই চালাতে পারব।’

বিপিএলের আয়োজক সত্ত্ব দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম বড় ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান আইএমজিকে। নাজমুল আবেদীন বলেন, ‘আমরা সবাই জানি টুর্নামেন্টের মান যেভাবে নেমে গিয়েছে, আইএমজির অভিজ্ঞতায় সেটাকে আবার আন্তর্জাতিক মানে ফেরানো যাবে বলে বোর্ড বিশ্বাস করে।’

কোচিং ও ব্যাটিং উন্নয়নে তিন দিনের ব্যাটিং বিশেষজ্ঞ ক্যাম্প হবে জুনিয়র থেকে এলিট কোচদের নিয়ে, যা আন্তর্জাতিক মানের প্রথম স্কিল প্রোগ্রাম হতে যাচ্ছে বাংলাদেশে। সেপ্টেম্বরেই দীর্ঘ ১৬ বছর পর চালু হচ্ছে লেভেল-থ্রি কোচিং কোর্স। বিসিবির সরাসরি ব্যবস্থাপনায়, অস্ট্রেলীয় এডুকেটরদের অংশগ্রহণে এই কোচিং কোর্স আয়োজন করা হবে।

বিপিএল তদন্ত প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। আলোচনার পর নতুন করে চার সদস্যের কমিটি গঠন করার কথা জানান তিনি।

তিনি জানান, আগের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রতিবেদন রিভিউ করে এই কমিটি আইনি কাঠামোর আলোকে বিসিবির করণীয় ঠিক করতে সুপারিশ করবে।