শিরোনাম
মেহেরপুর, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): মেহেরপুরে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২২ টি মোবাইল এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার ১০ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
আজ সোমবার সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ও টাকা হস্তান্তর করেন এসপি মাকসুদা আকতার খানম (পিপিএম)।
পুলিশ সুপার মাকসুদা আকতার খানম (পিপিএম) জানান, মেহেরপুর সদর থানা থেকে বিভিন্ন ব্রান্ডের ৪১টি, গাংনী থানা থেকে ৬৪টি এবং মুজিবনগর থানা থেকে ১৭টি মোবাইল এবং নগদ ১০ লাখ টাকা উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। হারানো মোবাইল ও টাকা উদ্ধারের মাধ্যমে ভুক্তভোগীদের মুখে হাসি ফুটিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, ডিবির ওসি গোপাল প্রমুখ।