বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৫:৩৬

ভোলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি

মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে সোমবার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। ছবি : বাসস

ভোলা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ভাঙন থেকে বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। 

আজ সোমবার সকাল ১১ টায় অভিযোগ করে এলাকাবাসী বলেন, কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে রয়েছে শিবপুর মাছ ঘাট, চার ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি এবং ভোলা শহর রক্ষা বাঁধ। পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে। তারা পাউবো কার্যালয়ে স্মারকলিপি দেন।

এসময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুরসহ ভাঙ্গন কবলিত এলাকায় আজ থেকেই দ্রুত গতিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে। মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ ৪ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে সাতশ ৩০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।