শিরোনাম
রাঙ্গামাটি, ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি পালন শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে এ সভায় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক অনুতোষ চাকমা, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে তথ্য চিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন।
এর আগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটি চেম্বার অব কর্মাস ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।