শিরোনাম
ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস): অভিনব কায়দায় তেলবাহী লরিতে করে ভারতীয় চোরাইপণ্য পাচারকালে হবিগঞ্জে বিজিবি’র অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়েছে।
এসব চোরাইপণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় জিরা, ফেসওয়াশ, ত্বক ফর্সাকারী সানরাইজ স্কিন ক্রিম, ক্লোপ-জি ক্রিম।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ থেকে একটি তেলবাহী লরিতে করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ প্রেক্ষিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিকদল ঢাকা-সিলেট মহাসড়কে কৌশলে অবস্থান গ্রহণ করে। দুপুরের দিকে বিজিবি সদস্যরা একটি সন্দেহজনক তেলের লরিকে থামার সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে লরিটির চালক লরি থামিয়ে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা লরিটি জব্দ করে ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস (ফেসওয়াশ, সানরাইজ স্কিন ক্রিম, ক্লোপ-জি ক্রিম) এবং ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের বাজারমূল্য সোয়া ১ কোটি টাকারও বেশি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই নতুন কৌশল অবলম্বন করে তেলের ট্যাংকারের ভেতরে অভিনব কায়দায় মালামাল ভরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত চোরাচালানি মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।