বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১৪:৩০

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান  ও বৃক্ষমেলার উদ্বোধন

ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  শহরের প্রধান সড়ক ঘুরে  মুক্তমঞ্চে এসে শেষ হয়। এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজরিনা সুলতানা , চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

মেলায় বন বিভাগসহ বিভিন্ন নার্সারির ১২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে।