বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ১৬:৪০

রাজশাহীতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেফতার ৩

রাজশাহী, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর হামলা করে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকসহ (৭০) তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত অপর দুজন হলেন- যুবলীগ নেতা মানিক মিয়া (৪৫) ও শ্যামপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন মিঠু (৩২)।

র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ আগস্ট (রোববার) দিবাগত রাত সাড়ে ১২টার সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আসামিদের নগরের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।