বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ১৬:১৩

কুমিল্লায় অবৈধ এলপিজি গ্যাস বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

সোমবার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর এলাকায় মেসার্স ফিরোজা অটো-গ্যাস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান । ছবি : বাসস

কুমিল্লা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার মুরাদনগর উপজেলায় আজ কোন প্রকার অনুমতি ছাড়াই সিলিন্ডারে এলপিজি গ্যাস ভর্তি করে বাজারজাত করার অপরাধে মেসার্স ফিরোজা অটো-গ্যাস ফিলিং স্টেশনের মালিককে দুইলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকালে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর এলাকায় মেসার্স ফিরোজা অটো-গ্যাস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন। 

অভিযানকালে কোন ধরনের অনুমোদন ব্যতীত সিলিন্ডারে এলপিজি গ্যাস ভর্তি ও বাজারজাত করার দায়ে মেসার্স ফিরোজা অটো-গ্যাস ফিলিং স্টেশনের মালিক নূর মোহাম্মদ মেম্বারকে দুইলাখ টাকা জরিমানা করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।