বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১৯:১৬

মোংলায় কোস্টগার্ডের শিক্ষাসামগ্রী বিতরণ

মোংলায় কোস্টগার্ডের শিক্ষাসামগ্রী বিতরণ। ছবি : বাসস

‎‎বাগেরহাট, ৩ আগস্ট ২০২৫ (বাসস): শিক্ষার আলো ছড়িয়ে দিতে জেলার মোংলায় ২শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষার উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
‎‎
আজ রোববার সকাল ১১ টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে উপজেলার জয়মনি এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসব উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার এবং পেন্সিল কাটার।

বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বাসসকে বলেন, কোস্টগার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।