শিরোনাম
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : পরমাণু বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং বাংলা একাডেমির ফেলো অধ্যাপক ড. এম শমশের আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এক শোক বার্তায় তিনি ড. এম শমশের আলীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করেছেন আন্তরিক সমবেদনা।
উল্লেখ্য, আজ ৩ আগস্ট ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে তাঁর অবদান অবিস্মরণীয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে শিক্ষাক্ষেত্রেও তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। বিজ্ঞানচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০০৫ সালে তাঁকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।