বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১৫:২৪

জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। ছবি : বাসস

জয়পুরহাট, ৩ আগস্ট ২০২৫ (বাসস) :‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। 

আজ রোববার বেলা সাড়ে ১১টায় স্থানীয় শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান মাঠে সমাপনী অনুষ্ঠান হয়। 

জেলা প্রশাসনের সহযোগিতায় ও বনবিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মতলুবুর রহমান। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

সমাপনী দিনে মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মেলায় অংশ নেওয়া সব নার্সারি মালিকদের সন্মাননা স্মারক ও একটি করে ঝরনা প্রদান করা হয়। 

এছাড়া অনুষ্ঠানে আসা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের একটি করে ফলজ ও একটি করে বনজ বৃক্ষের চারা প্রদান করা হয়।