শিরোনাম
ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে কানাডায় শুরু হয়েছে ছবি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’।
শুক্রবার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীসহ কানাডীয় অতিথিরাও অংশ নেন। হাইকমিশনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এই প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। পরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ধীরে ধীরে দেশজুড়ে তা রূপ নেয় রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে এবং ন্যায়বিচার, মর্যাদা ও বৈষম্য থেকে মুক্তির দাবির এক গণআন্দোলনে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা প্রদর্শনীতে থাকা ছবি ও ভিডিও ফুটেজে চব্বিশের জুলাইয়ে মোমবাতি প্রজ্বলন, মিছিল এবং পুলিশ ও ছাত্রলীগের দমন-পীড়নের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত অনেকেই এই আন্দোলনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ‘বাঁক ঘোরানো’ অধ্যায় হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠানে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান বলেন, ‘এই প্রদর্শনী শুধু অতীতকে শ্রদ্ধা জানানোর আয়োজন নয়, এটি বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের অদম্য সাহস ও স্বাধীনচেতা মনোভাবের প্রতীক।’
তিনি আরও বলেন, ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স এমন এক প্রজন্মের সাহসকে সম্মান জানায়, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাঁদের আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই এবং এই বার্তা যাতে দেশের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে সেই জন্যই এই আয়োজন।’
প্রদর্শনীটি আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে।