বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১৩:২৫
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৪৯

নীলফামারীতে বিপৎসীমা ছুঁয়েছে তিস্তার পানি

রোববার সকাল নয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল। ছবি : বাসস

নীলফামারী, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিপৎসীমা ছুঁয়েছে তিস্তা নদীর পানি।

আজ রোববার সকাল নয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল। 

ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আজ রোববার ভোর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। সকাল ছয়টায় ডালিয়ায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। 

এরপর সকাল নয়টায় আরও পানি বেড়ে বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল।  শনিবার সকাল নয়টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

নদীর পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে বলে জানান স্থানীয়রা। 

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, নদীর পানি বৃদ্ধির ফলে এসব অঞ্চলের মানুষ সতর্কাবস্থায় রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি বৃদ্ধি পেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।