বাসস
  ২৭ জুলাই ২০২৫, ২০:৪৩

সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৭ জুলাই,  ২০২৫ (বাসস): জেলার তাহিরপুর উপজেলায় আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’- এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  

আজ রোববার সকালে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। 

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান। 

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড পাওয়ায় ২৯ শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৪ ছাত্রী এবং ১৫ জন ছাত্র।   

এ অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।