বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১৯:৩১

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। এ উপলক্ষ্যে আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস।

এ সময় ডিসি রাজীব কুমার সরকার বলেন, একটি দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। সে লক্ষ্য থেকে এখনও আমরা অনেক দূরে। লক্ষ্যমাত্রা পূরণে ও দেশকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে চাইলে পরিবেশ রক্ষার বিকল্প নেই। 

মেলায় জেলার বিভিন্ন নার্সারির মালিক অর্ধশতাধিক স্টল বসান। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদ প্রদান ও ক্রেস্ট দেয়া হয়।