শিরোনাম
জয়পুরহাট, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ ভারত সীমান্তে নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ রোববার ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল অবস্থায় উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর ৪ টার দিকে শীতলমাঠ বিওপি ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় সীমান্তবর্তী ২৫৪/৩-এস পিলার থেকে বাংলাদেশ দেড় কিলোমিটার অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে মালিক বিহীন অবস্থায় ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি’র পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।