শিরোনাম
চট্টগ্রাম, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে দু’টি চোরাই সিএনজিসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার লালমোহন থানাধীন কচুয়াখালী এলাকার আব্দুল কাদের (৪৫) এবং চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির বাড়ির মো. বাবু (২৮)।
আজ রোববার মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী কায়সার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জাল ডকুমেন্টস বিআরটিএ রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস ও ট্যাক্স টোকেন, জাল নাম্বার প্লেটসহ দুটি চোরাই সিএনজি উদ্ধার এবং চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আব্দুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।