বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১৭:২১

দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : বাসস

দিনাজপুর, ২৭ জুলাই ২০২৫ (বাসস): দিনাজপুর জেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড প্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় এসএসসি এবং এইচএসসি সমমান ২০২২-২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো: শাহজাহান মিয়া। 

তিনি বলেন, আধুনিক এই যুগে মান-সম্পন্ন বিজ্ঞানভিত্তিক, যুগ-উপযোগী শিক্ষা গ্রহণে নিজেদের তৈরি করতে হবে। তাহলে শিক্ষার্থীদের  কর্মসংস্থানের অভাব থাকবে না। 

অনুষ্ঠানে সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রোগ্রাম পরিচালক আমিনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারা পারভীন বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন খলসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সজিব চক্রবর্তী প্রমুখ।

এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সভা শেষে ৩২ জন শিক্ষার্থীকে ২০ হাজার করে মোট ৬ লাখ ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।