শিরোনাম
ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : নীলফামারী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীলফামারী জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদিত হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন এডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আফজালুল হক, মো. রইসুল আলম চৌধুরী ও মো. আবু-সাদেক চৌধুরী (লুলু)।
নীলফামারী জেলা বিএনপি’র ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু। সদস্যগণ হলেন- ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন), মো. সৈয়দ আলী, সদস্য মো. মোজাম্মেল হক, মো. আনিসুর রহমান কোকো, মো. আনিছুর রহমান (আনু), অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, এডভোকেট আবু মো. সোয়েম, ইউনুছ আলী শাহ, আকবর আলী, শেফাউল জাহাঙ্গীর আলম, মো. রেদোয়ানুল হক (বাবু), এস কে মালেক, এডভোকেট কাজী আকতারুজ্জামান (জুয়েল), মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু, আহমেদ আলী (বড় বাবু), গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা (অব.) সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, মোছা. রাকু ইসলাম, সীমা পারভীন, আখতারুজ্জামান সুমন, মো. গোলাম রাব্বানী, মো. মোজাফফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু), মো. রশিদুল ইসলাম বাঙ্গালী,
মো. ময়নুল হক ও হারুন অর-রশিদ (খোকন)।