বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৩:০৩

পিরোজপুরে অবৈধ পলিথিন রাখার দায়ে একটি কুরিয়ার সার্ভিসকে জরিমানা

ছবি : বাসস

পিরোজপুর, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শহরের পাড়েরহাট রোডে অবস্থিত জননী কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করা হয়। 

পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন পিরোজপুর পরিবেশ অধিদপ্তর এর সরকারি পরিচালক নিখিল চন্দ্র ঢালী।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ৩০০ কেজি পলিথিন উদ্ধারের পর তা জব্দ এবং অফিসের ম্যানেজার খালিদ হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।