বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৪৬

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসিআর জমা ৯ মার্চ শুরু

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক হতে অধ্যাপক পর্যায়ের সকল কর্মকর্তার ২০২৫ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিলের অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ সোমবার অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ অনুযায়ী প্রতিবছর ৩১ মার্চের মধ্যে প্রতিস্বাক্ষরকারীকে এসিআর-এর নির্ধারিত অংশ পূরণ ও স্বাক্ষর করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হয়। এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন ও যাচাই-বাছাইয়ের লক্ষ্যে অঞ্চলভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ রংপুর অঞ্চলের এসিআর জমার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এরপর ১০ মার্চ চট্টগ্রাম, ১১ মার্চ সিলেট ও কুমিল্লা, ১২ মার্চ রাজশাহী, ১৫ মার্চ খুলনা, ১৬ মার্চ বরিশাল এবং ২৯ মার্চ ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের অনুবেদন জমা দিতে হবে।

এছাড়া ঢাকা অঞ্চলের (মহানগরী ব্যতীত) জন্য ৩০ মার্চ এবং ঢাকা মহানগরীর কর্মকর্তাদের জন্য ৩১ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

অফিস আদেশে আরও জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, টিটি কলেজ, এনসিটিবি, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকল অফিস প্রধানকে বর্ণিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখে মাউশির ‘এসিআর শাখা’য় কর্মকর্তাদের অনুবেদন আবশ্যিকভাবে জমা দিতে হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এই সময়সীমা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।