বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২২:১১

রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

ছবি : বাসস

রংপুর, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। আজ রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষ্যে নগরীর কামাল কাছনায় অবস্থিত ‘আগামীর চাষি’ কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল- রংপুরের অতিরিক্ত কর কমিশনার মো. মোশাররফ হোসেন, রংপুর রেঞ্জ পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন এবং রংপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন।
এছাড়াও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম পটু, নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে ভ্যাট ও কাস্টমস শুল্কের ভূমিকা অপরিসীম। দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিকের সঠিক নিয়মে ভ্যাট প্রদান করা জরুরি।
বক্তারা ব্যবসায়ীদের যথাযথভাবে ভ্যাট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ভ্যাট প্রদান কোনো বোঝা নয়, বরং দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার অন্যতম হাতিয়ার।

অনুষ্ঠানে কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।