বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২২:২৮

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার হলেন মাজহারুল হক

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মাজহারুল হককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার পদে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২৬ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আজ বলা হয়েছে যে, প্রধান বিচারপতির সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের  অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার এই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, এই বিচারককে সুপ্রিম  কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে জেলা ও দায়রা জজের নিকট বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।