বাসস
  ২২ জুলাই ২০২৫, ১২:৫৫

নাটোরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাড়িতে যাচ্ছে রেশন

ছবি : বাসস

নাটোর, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রেশনের জন্যে লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষায় থাকতে হচ্ছে না জেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলার পুলিশ লাইন্সেও আর আসতে হচ্ছে না। বহন করতে হচ্ছে না রেশনের বস্তা। পরম যত্নে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে প্রাপ্য প্রশান্তির রেশন। জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ দেশের মধ্যে প্রথম। 

জেলা পুলিশের দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের পারিবারিক রেশন সুবিধার আওতায় ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্যে রেশন সুবিধা চালু করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে বিগত সময়ে অবসরে গেছেন ১৯৪জন পুলিশ সদস্য। এসব পুলিশ সদস্যের প্রত্যেকের জন্যে প্রতি মাসে খাদ্য সহায়তা বাবদ দুইজনের রেশন বরাদ্দ থাকে। জেলার সাতটি উপজেলা থেকে প্রতি মাসে এসব অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সের রেশন ষ্টোরে আসেন। 

জেলার পুলিশ লাইন্স রেশন ষ্টোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মুকুল হোসেন জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ তাদের দুই সদস্যের পরিবারের জন্যে প্রতিমাসে বিনামূল্যে ২০ কেজি করে চাল ও আটা, দুই কেজি করে ডাল ও চিনি এবং সাড়ে চার লিটার করে সয়াবিন তেল পেয়ে থাকেন। এছাড়া দুই ধর্মীয় উৎসব, বাংলা নববর্ষ এবং বিজয় দিবসে এক কেজি করে পোলাও চাল দেওয়া হয়।

২০১৯ সালে নওগাঁ থেকে অবসরপ্রাপ্ত নায়েক খন্দকার হুমায়ুন কবীর ক্যান্সারে আক্রান্ত। তিনি বলেন, ‘চলাচল করতে কষ্ট হয়। বাড়িতে রেশন পৌঁছে দিয়েছেন আমাদের জেলার পুলিশ সুপার স্যার। আল্লাহ্ স্যারের মঙ্গল করুন।’ 

২০২১ সালে ঢাকার পিবিআই থেকে অবসরে যাওয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাড়িতে রেশন প্রাপ্তির আনন্দ অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার মতো মানবিক কাজ আর হয় না। বিশেষ করে যারা অসুস্থ, বৃদ্ধ তাদের জন্যে পরম প্রশান্তির। এই উদ্যোগ পুলিশ বিভাগের জন্যে অনন্য উদাহরণ হয়ে থাকবে।’ 

নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, থানার ওসি ছাড়াও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ প্রতিনিয়ত তদন্তসহ অন্যান্য কাজে ফোর্সসহ জেলার প্রত্যন্ত এলাকায় গমন করেন। এসব কার্যক্রমে নির্ধারিত যানবাহন ছাড়াও পুলিশ লাইন্সের পিকআপ, ট্রাক, বাস যাতায়াত করে। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা যাতায়াতের সময় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দের তালিকা অনুযায়ী তাদের রেশন বাড়িতে পৌঁছে দেই। 

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দেশে প্রথমবারের মত জেলা পুলিশ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার উদ্যোগ নাটোর জেলা পুলিশ গ্রহণ করেছে।