শিরোনাম
বরিশাল, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই-আগস্টের শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ।
বরিশাল গণপূর্ত বিভাগে’র সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর আলেকান্দা আমতলার মোড়ে অবস্থিত স্বাধীনতা পার্ক সংলগ্ন নির্মান করা হচ্ছে এই জুলাই স্মৃতিস্তম্ভ। ২৪’র জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের প্রায় প্রতিটি জেলায় ছাত্র-জনতা বৈষ্যম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। একইসাথে অগ্নিকন্যারাও নেমে এসেছিলেন সেদিন রাজপথে। তাদের স্মরন ও তাদের পরিবারের আত্মত্যাগ, তা স্মরণে রাখতেই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফ-উল আলম জানান, গণপূর্ত বিভাগের উর্ধ্বতন প্রকৌশলীদের বিভিন্ন দিক-নির্দেশনায় দ্রুত গতিতে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মানের কাজ এগিয়ে চলছে।
বাংলাদেশ উন্নয়ন তহবিল (জিওবি)-এর অর্থ্যায়নে এই জুলাই স্মৃতিস্তম্ভ প্রকল্প কাজ হাতে নেয়া হয়েছে। প্রাথমিক ভাবে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হবে এই স্মৃতিস্তম্ভ।
এ প্রসঙ্গে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, সাড়া দেশের প্রায় ৬৪ জেলায় জুলাই-আগস্টের শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই নির্মান কাজ হাতে নেয়া হয়েছে। স্মৃতিস্তম্ভটি প্রায় ১৮ ফুট লম্বা হবে।