বাসস
  ২১ জুলাই ২০২৫, ১২:৪৯

রাজশাহীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

রাজশাহী ২১ জুলাই, ২০২৫ (বাসস) : রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদ (৪০) কে যৌথ অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত মুরাদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকার মৃত নবাবজান শেখের ছেলে। 

আজ ভোর রাতে র‌্যাব-৫ এর সদস্যরা সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে, রাজশাহী মহানগরীর কিছু অস্ত্রধারী সন্ত্রাসী ও অজ্ঞাত গ্রুপ তাদের নিজের কাছে রক্ষিত অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জনসাধারণের মাঝে ভয়ভীতি সঞ্চার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যা ইতোমধ্যেই মহানগরীর বিভিন্ন উপজেলায় আধিপত্য বিস্তার, আন্তঃকোন্দল, চাঁদাবাজি, ছিনতাই এর মত ঘটনাতেও প্রদর্শন ও গোলাগুলিতেও ব্যবহৃত হয়েছে। এ সকল ঘটনার প্রেক্ষিতে দুষ্কৃতিকারী এই চক্রকে র‌্যাব সর্বদাই নজরে রাখতে শুরু করে।

একপর্যায়ে গত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার (বড়কুঠি মাস্টারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদকে গ্রেফতার করা হয়। 

পরবর্তী সময়ে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিজ শয়ন কক্ষের ভেতরে কাপড়ের স্তূপের ভেতরে লুকানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে 

রাজশাহী বোয়ালিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।